বান্দরবানে আলীকদমের ১টি মামলার আলামত হিসেবে জব্দকৃত বিদেশি সিগারেট (সিলভার নোনো ওরিস) ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) বিকাল সাড়ে ৩টায় বান্দরবান আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তার এর উপস্থিতিতে এসব সিগারেট ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়, আলীকদম থানার জব্দকৃত ১টি মামলায় বিদেশি (Silver Nono Oris) ৪ হাজার সিগারেটের প্যাকেট আইনি প্রক্রিয়া শেষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা প্রায়।
এসময় উপস্থিত ছিলেন, কোর্ট পরিদর্শক মোঃ আব্দুল মজিদ, আলীকদম থানার ওসি মোহাম্মদ নাছির উদ্দীন সরকার, থানার তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত, কোট জি আরও বিশ্বজিৎ, কনস্টেবল সাদেক, কনস্টেবল মোসলেহ উদ্দীনও কনস্টেবল রাসেল অনেকই।