রামুতে অবৈধভাবে বালু উত্তোলনে পাহাড় ধ্বসে বসতভিটা ঝুঁকির মধ্যে পড়েছে। এ খবরে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘি এলাকার পাশে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ার দীঘি বিট এলাকায় কালুর দোকানস্থ ছরা (ছোট খাল) এ অভিযান পরিচালনা করেন, রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
ইউএনও ফাহমিদা মুস্তফা জানান, বালি উত্তোলনের কারণে পাহাড় ধ্বসে বসতভিটা ঝুঁকির সম্মুখীন হয়ে পড়েছে এই খবর পেয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে বালু উত্তলনে ব্যবহৃত ১টি ড্রেজার মেশিন এবং বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৮০ ফুট পাইপ জব্দ করা হয়। ইউএনও আরও জানান, ঘটনাস্থলে কাউকে আটক করা যায় নি। জব্দকৃত মালামাল নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বন বিভাগকে নিয়মিত মামলা করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনা কালে রাজারকুল রেঞ্জের আওতাধীন দারিয়ার দীঘি বিট কর্মকর্তা, খুনিয়াপালং ইউনিয়ন ভুমি অফিসের তহশীলদার নুরুল আবছার, বনবিভাগের কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।