বাংলা একাডেমীর মহা পরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা বলেছেন, নান্দনিক, সাংস্কৃতিক বা সৃষ্টিশীল যে সমস্ত আচার আচরণ আছে, সেগুলোর মধ্যে কোনটি কোনটার চেয়ে বড় নয়। কবিতার সঙ্গে চিত্রে তুলনা নয়। যখন কবিতা লিখি, তখন সেটা হয়ে যায় চিত্রকল্প। যখন রঙের তুলিতে আঁকি, তখন সেটা হয় চিত্র। কবিতার সাথে আর্ট সংযুক্ত হলে, তখন ভাবনাটা আরও ঋদ্ধ হয়।
শনিবার (২০ মে) বিকাল ৪টায় কক্সবাজার শহরের পর্যটনজোনের রজনীগন্ধা রিসোর্টে অনুষ্ঠিত হয় কবি মুহম্মদ নুরুল হুদা’র ইংরাজি কবিতা ভাবান্তর রাশিয়ান চিত্রশিল্পী সোফিয়া ইয়েচিনার চিত্র প্রদর্শনী এবং সৃজনশীল শিল্প ও কবিতা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কক্সবাজারের প্রবীন শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী রাশিয়ান চিত্রশিল্পী সোফিয়া ইয়েচিনা’র চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন এবং সৃজনশীল শিল্প ও কবিতা বিষয়ক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, চকরিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন।
কবি মুহম্মদ নুরুল হুদা বলেন, সৃজনশীল কর্মে আপনি এখন যা করেছেন, পরে আর কি করা দরকার। এই দুই ধরনের ভাবনার ভিতরে থাকাটা জরুরি। সৃষ্টিশীল যে তত্ত্ব রয়েছে, আমাদের সেই তত্ত্বের মধ্যে থাকতে হবে। সৃষ্টিশীলতার সঙ্গে আমাদের লেখাপড়ার একটা যোগাযোগ থাকতেই হবে।
অনুষ্ঠানে রাশিয়ান চিত্রশিল্পী সোফিয়া ইয়েচিনা অনুভূতি ব্যক্ত করেন। তিনি কক্সবাজারের কবি-সাহিত্যিকদের সৃষ্টিশীলতা ও শিল্পের প্রতি টান, আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেন। তিনি কবি মুহম্মদ নুরুল হুদার অর্ধশত কবিতার ভাবান্তর চিত্র অংকন করেছেন জানিয়ে বলেন, কবিতার চিত্রকল্পের সাথে রঙ তুলির চিত্রকে একিভূত করার কাজকে আরও যত্নের সাথে করতে পারবো। কক্সবাজার মানুষের ভালোবাসা, মুগ্ধতা আমার উৎসাহকে আরও বাড়িয়ে দিয়েছে।
জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার কবিতা অবলম্বনে রাশিয়ার শিল্পী সোফিয়া ইয়েচিনার চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, বাচিক শিল্পী ও সংগঠক মাহমুদুল হাসান।
বাংলাদেশ রাইটার্স ক্লাবের আয়োজনে কবি ও অনুবাদক ইউসুফ রেজা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সৃজনশীল শিল্প ও কবিতা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে কবিতা পাঠ ও কথামালায় অংশ নেন, রাশিয়ান কবি ও চিত্রশিল্পী সোফিয়া ইয়েচিনা, কবি আসিফ নূর, কবি দিলওয়ার চৌধুরী, কবি আলম তৌহিদ, কবি খালেদ শহীদ, কবি জসিম উদ্দিন, কবি রুমি মল্লিক, কবি সাইয়্যিদ মঞ্জু, কবি রিদোয়ান আলি, কবি অনুরণন সিফাত, কবি নিধু ঋষি, কবি পলাশ দাশ, কবি রুদ্র শাহাদাত, কবি মিজান মনির ও এড. একরামুল হুদা।
অনুষ্ঠানের শেষে কবি মুহম্মদ নূরুল হুদা বাংলাদেশ রাইটার্স ক্লাবের কমিটি ঘোষণা করেন।