জমি আপনার মূল্যবান সম্পদ। এর যথাযথ রক্ষণাবেক্ষণ ও ভবিষ্যৎ জটিলতা এড়ানো স্বার্থে উচিত, মালিকানা অর্জনের সাথে সাথেই স্বত্বলিপি সুনির্দিষ্ট করা। ভূমি সংক্রান্ত যে কোন প্রয়োজনে নাগরিককে সহায়তা প্রদানের অঙ্গীকারে রামুতে উদ্বোধন হয়েছে, ভূমিসেবা সপ্তাহ।
সোমবার (২২মে) সকাল ১০টায় রামু উপজেলা ভুমি অফিস প্রাঙ্গনে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা। উদ্বোধন অনুষ্ঠান শেষে, উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
সহকারি কমিশনার (ভূমি) নিরুপম মজুমদারের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাছান ভুইয়া, রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন, দক্ষিন মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাংবাদিক নুরুল ইসলাম সেলিম প্রমুখ। সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, স্মার্ট ভুমি সেবা সপ্তাহে ভুমি সেবা প্রার্থীদের জন্য সকল ধরনের কাজ সহজ করে দেওয়া হয়েছে। ভুমি সেবা এখন অনলাইনে, নতুন নামজারী খতিয়ান সৃজন, খাজনাসহ ভুমি সংক্রাম্ত সকল সেবা অনলাইনের মাধ্যমে করা যায় এবং জরুরি সেবা ১৬১২২ এর কল করেও ভুমি সংক্রান্ত সকল সেবা পাওয়া যাবে।
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ২৮ মে রবিবার পর্যন্ত রামু উপজেলা ভুমি অফিস প্রাঙ্গনে চলমান থাকবে ভূমিসেবা সপ্তাহ। স্মার্ট ভূমিসেবা বিষয়ে মানুষকে জানানো ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানো সহ বিভিন্ন সেবায় ভূমিসেবা সপ্তাহ কার্যক্রম চলমান থাকবে।