রামুতে রিগ্যাল ফার্ণিচার এক্সক্লুসিভ শো-রুম শুভ উদ্বোধন হয়েছে। সোমবার, ২২ মে বিকালে রামু চৌমুহনী স্টেশনের উত্তর পাশে মক্কা টাওয়ারের দ্বিতীয় তলায় এ শো-রুমের উদ্বোধন করেন- রিগ্যাল ফার্নিচার এর চীফ অপারেটিং অফিসার শফিউল আলম খান।
নান্দনিক ডিজাইনের ফার্ণিচারে সমৃদ্ধ এ শো-রুমে রয়েছে খাট, সোফা, ডাইনিং টেবিল, আলমিরা, ড্রেসিং টেবিল, আলনা, ওয়ারড্রব, বুক সেলফ, এক্সক্লুসিভ রিডিং টেবিল সহ নানা ধরনের নিত্য প্রয়োজনীয় বিপুল ফার্ণিচারের সমাহার। উদ্বোধনী দিনেই শো-রুমে প্রচুর ক্রেতা-দর্শনার্থী চোখে পড়ে।
শো-রুমের কর্ণধার ডা. পুলক ধর জানিয়েছেন- শুভ উদ্বোধন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী সর্বোচ্চ ১৫% মূল্যছাড় দেয়া হবে। রামুতে এ ধরনের মানসম্পন্ন ও বৃহৎ শো-রুম এটাই প্রথম। এজন্য গ্রাহকদের সর্বোত্তম সেবা দেয়ার প্রচেষ্টা থাকবে।
শুভ উদ্বোধনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রামু উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভূঁইয়া, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক সজল বড়ুয়া, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাবেক সভাপতি খালেদ শহীদ সহ রাজনীতিক, ব্যবসায়ি ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।