লামায় ভূমি সেবা সপ্তাহ (২২-২৮) উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকাল ১০টায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
লামা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, সহকারি কমিশনার ভূমি,লামা এস এম.রাহাদুল ইসলাম,পরিবার পরিকল্পনা অফিসার জোবাইরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুনিরুল ইসলাম,কৃষি অফিসার রতন চন্দ্র বর্ণন,লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা,লামা উপজেলার সকল হেডম্যান,সরকারি -বেসরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।
সেখানে সহকারী কমিশনার ভূমি লামা এস.এস রাহাদুল ইসলাম বলেন, সকলকে ভূমি আইন মেনে চলা, ভূমি উন্নয়ন কর প্রদানে উৎসাহিত করা, ডিজিটাল, স্মার্ট ভূমি সেবা ও হটলাইন নাম্বার সেবা গ্রহন করাসহ বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।