রামুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭) ফাইনালে আজ সোমবার মুখোমুখি হচ্ছে ফতেখাঁরকুল বনাম ঈদগড় ইউনিয়ন ফুটবল দল।
গতকাল রবিবার (১৮ জুন) রামু বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মাঠে অনুষ্ঠিত হয় এ টুর্ণামেন্টের দুটো সেমিফাইনাল খেলা। সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত সেমি ফাইনালের প্রথম খেলায় ফতেখাঁরকুল ইউনিয়ন ফুটবল দল ১-০ গোলে গর্জনিয়া ইউনিয়ন ফুটবল দলকে এবং বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত সেমিফাইনালের দ্বিতীয় খেলায় ঈদগড় ইউনিয়ন ফুটবল দল ১-০ গোলে দক্ষিণ ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করেছে।
খেলা পরিচালনায় ওমর ফারুক মাসুম ও মো. আলী হোসেন রেফারি, মিল্টন দত্ত, কামরুল আহসান সোহেল, নেজাম উদ্দিন সহকারি রেফারির দায়িত্ব পালন করেন।
অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল খেলায় অতিথি ছিলেন, রামু বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক আকিনূর জামান, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, সহ-সভাপতি কিশোর বড়ুয়া, কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউট অধ্যক্ষ রাজু বড়ুয়া, রামু উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দীন, কোষাধ্যক্ষ সুকুমার বড়ুয়া বুলু, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ শহীদ, সাবেক আহ্বায়ক তরুপ বড়ুয়া, রামু ফুটবল ট্রেনিং সেন্টার পরিচালক সুপন বড়ুয়া শিপন প্রমুখ।