বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতার চেক ছাড় হয়েছে। উৎসব ভাতার চেক অনুদান বণ্টনকারী চারটি রাষ্ট্রীয় ব্যাংকে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
স্কুল-কলেজের শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ ও কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন। শিক্ষক-কর্মচারীরা আগামী ২৬ জুন পর্যন্ত উৎসব ভাতার টাকা তুলতে পারবেন।
আগামী কালকের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঈদুল আজহার উৎসব ভাতার চেক ছাড় হবে বলে জানা গেছে।
এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন।
মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, সারা দেশে সাড়ে পাঁচ লাখ বেসরকারি শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন।
বর্তমান মূল্যস্ফীতিতে শিক্ষকদের এই উৎসব ভাতা নিয়ে অসন্তুষ্টি রয়েছে। ২০০৪ সাল থেকে এমপিওভুক্ত শিক্ষকরা বেতনের ২৫ শতাংশ ও কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়ে আসা শিক্ষকরা মূল বেতনে শতভাগ উৎসব ভাতা, সরকারি শিক্ষকদের মতো চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া দেয়ার দাবি জানিয়ে আসছেন।
সূত্র : ঢাকা পোস্ট