লামায় বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন এসময় করা হয়েছে। শনিবার (২৪ জুন) বিকাল ৩ টায়১২-আনসার ব্যাটালিয়ন মাঠ চম্পাতলী বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে বর্ণিত কমিটির সভাপতি ডাঃ অমর কান্তি চৌধুরীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন মাননীয় চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বান্দরবান পার্বত্য জেলা পারিষদ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী,পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম,লামা উপজেলা আ. লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমূখ।