৪০তম বিসিএসের নন-ক্যাডার পদে অনলাইনে পছন্দক্রম নির্বাচনের সময় চার দিন বাড়িয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রার্থীরা তাদের পছন্দক্রম করতে পারবেন।
রোববার (২ জুলাই) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম বিসিএসের নন-ক্যাডার পদে অনলাইনে পছন্দক্রম ৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। পছন্দক্রম গ্রহণের শেষ তারিখ ছিল ১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
৪০তম বিসিএসের নন-ক্যাডারে ৯ম থেকে ১২তম গ্রেডে মোট ৪ হাজার ৪৭৮টি পদে নিয়োগ দেওয়া হবে। অনলাইনের মাধ্যমে নন-ক্যাডারে নিয়োগের পছন্দক্রম শুরু হয় ২০ জুন থেকে। একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি পদ পছন্দক্রমে দিতে পারবেন। পিএসসির ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যাবে। প্রার্থীকে নিজের পছন্দক্রম পূরণের আগে বিজ্ঞপ্তির নির্দেশনা ভালোভাবে পড়ার পরামর্শ দিয়েছে পিএসসি।
জানা গেছে, ২০২১ সালের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। গত বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।
সূত্র : ঢাকা পোস্ট