বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লামা পৌর শাখা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই) সকাল ১০ টায় লামা টাউন হলে জাতীয় সংগীত ও পায়রা-বেলুন উড়িয়ে সম্মেলন শুভ উদ্বোধন করা হয়।
এ সময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।
লামা পৌর আ.লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে সভায় প্রথম অধিবেশনে মোঃ রফিক এর সভাপতিত্বে বিশেষে অতিথি হিসেবে আরও অংশ নেন বান্দরবান জেলা আ.লীগের সহ সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লক্ষ্মী পদ দাশ,সাংগঠনিক সম্পাদক ক্য সা প্রু মার্মা,লামা উপজেলা আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সহ সভাপতি ও লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল, সহ সভাপতি প্রশন্ন ভট্টাচার্য, বিজয় আইচ,মমতাজ উদ্দীন,বান্দরবান পৌরসভার নব নির্বাচিত মেয়র মোঃ শামসুল ইসলাম,দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ ও মোঃ জাহেদ উদ্দীন,সকল ইউপি চেয়ারম্যানসহ অনেকেই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর আ, লীগের সাধারণ সম্পাদক বাসু পালিত ও সঞ্চালনায় ছিলেন লামা উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ।
এছাড়া সেখানে উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিক অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে লামা পৌর এলাকায় প্রায় সাড়ে তিন কোটি টাকার কাজের ভিত্তি ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়।
পরে সবার মতামতের ভিত্তিতে লামা পৌর আওয়ামী লীগের নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোঃ রফিক,সহ সভাপতি যথাক্রমে মোঃ শাহ জাহান, উজ্জল বড়ুয়া,এম.বশিরুল আলম,রফিক সরকার, সাধারণ সম্পাদক বাসু পালিত, যুগ্ন সম্পাদক গোলাম আজম সৌরভ, সাংগঠনিক সম্পাদক তৈয়ব আলী ও মংসিং প্রুর নামসহ ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।