শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন করে সুশিক্ষিত হতে পারলেই দেশ হবে স্মার্ট বাংলাদেশ। রামুতে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল একথা বলেন।
রবিবার (৯ জুলাই) দুপুরে রামু উপজেলা পরিষদের বাকঁখালী মিলনায়তনে অনুষ্ঠিত মোবাইল ট্যাব বিতরণ অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন । ভারপ্রাপ্ত ইউএনও সহকারি কমিশনার (ভুমি) নিরুপম মজুমদার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
রামু উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রামু উপজেলার ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫৭ জন মেধাবী শিক্ষার্থীকে এ ট্যাব বিতরণ করা হয়।
সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, রামু শিক্ষার্থীরাও যেন আধুনিক ও তথ্য-প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন করে, স্মার্ট শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তোলার জন্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মোবাইল ট্যাব উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী দেশকে স্মার্ট বাংলাদেশ হিসে্বে গড়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং প্রতিটি শিক্ষার্থী যাতে আধুনিক ও তথ্য-প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেজন্যই এই উদ্যোগ। এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্তই ব্যক্তিগত উদ্যোগ।
এমপি কমল বলেন, স্মার্ট শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের আগামী ভবিষ্যৎ। তারাই আগামীতে দেশ পরিচালনা করবে।
অধ্যাপক পরীক্ষিত বড়ুয়া টুটুনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহেশখালী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুব্রত রজন হাজরা, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিসংখ্যান কর্মকর্তা মুরশেদ আলম নুরী, জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহমদ মাতাবার, মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুন নাহার,গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়ছার জাহান চৌধুরী, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আদিত্য কুমার বড়ুয়া, জোয়ারিয়ানালা এইচএম সাচিঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বিজয় কুমার শর্মা, জোয়ারিয়ানালা শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা মুস্তারিন সাদিয়া প্রমুখ।