নানা আয়োজনে বান্দরবানের লামায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে । মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১টায় পরিবার দিবসটি উপলক্ষে লামা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় পরিবার পরিকল্পনা বিভাগের অফিস থেকে র্যালী শুরু হয়ে লামা উপজেলা পরিষদ হলরুমে সভাস্থলে এসে মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লামা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জোবাইরা বেগম ,বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীনসহ সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এবারের প্রতিপাদ্য বিষয়: “জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন”।
অনুষ্ঠানে কর্মক্ষেত্রে সাফল্য অর্জনকারীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও পুরস্কার প্রদান করাও হয়।