লামায় আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০জুলাই) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ হলরুমে প্রশাসন ও পরিষদের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার (সভাপতিত্বে), এসময় আরও উপস্থিত ছিলেন নবাগত লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ, উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, মোঃ জসিম উদ্দিন, নুরুল হোছাইন চৌধুরীসহ বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তর এর কর্মকর্তা ও সাংবাদিকরা।
সভায় এসময় আজিজনগর ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদদীন বলেন, আজিজনগর এর বাজার,দোকানপাট যুবকরা মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটাল জুয়া খেলছে এবং এগু প্রতিরােধে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে।
ফাঁসিখালী ইউনিয়নের বনপুর এলাকায় পরিত্যক্ত স্বাস্থ্য সেবা কেন্দ্রটি প্রয়োজনীয় জনবলের মাধ্যমে স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করা এবং কিছু জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা।
লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল বলেন, আজিজ নগর ৯নং ওয়ার্ড আমতলী ও কিল্যাখোলায় ডলুখাল হতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা ও পূর্বের জব্ধকৃত বালুগুলো আইনগত প্রক্রিয়া শেষ করে নিলামের মাধ্যমে সরকারি রাজস্ব আয় বৃদ্ধি করা।
সরই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল উদ্দীন জানান, ইউনিয়ন এর টংগাঝিরি পাড়া ৮নং ওয়ার্ড অবৈধভাবে পাহাড়ের মাটি কাটা বন্ধে কার্যকর প্রশাসিক ব্যবস্থা গ্রহণ করা।
গজালিয়ার ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা বলেন, উপজেলার রাস্তার মধ্যে যত্রতত্র স্পিড ব্রেকার ভেঙ্গে ফেলা ও প্রয়োজনীয় গুলো আরও সুন্দর করে রাখা।
লামা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ বলেন, উপজেলার চাঁদাবাজদের দৌরাত্ম এখন অনেকটা কমে গেছে এবং ভূমি বিরোধ যাতে না হয় সেক্ষেত্রে সবার সহায়ক ভূমিকা একান্ত কাম্য।
ট্যাপিক ইন্সপেক্টর (টিআই)লামা শেখ ফরহাদুজ্জামান জানান, শহরের যানযট নিরসনের জন্য টমটম,মাহিন্দ্রা, মোটল সাইকেল,সিএনজি স্টেশন নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া এবং ট্যাপিক আইন মেনে চলা।
নবাগত ওসি শামীম শেখ জানান, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা সুষ্ঠু ও সুন্দরভাবে বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম জানান, লামার উপজেলার ইসলামিক ফাউণ্ডেশন এর মাসিক সমন্বয় সভা অন্য উপজেলায় করা ও তাদের নেতিবাচক কর্মকাণ্ডের কথা জনসাধারণের কাছে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এবং তাদের দাপ্তরিক কর্মকাণ্ডের বিষয়ে “তদন্ত কমিটি” গঠন করা জন্য প্রস্তাব গৃহীত হয়।
লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল বলেন, লামায় ভূমি বিরোধ নিরসনের জন্য কোন বাইরের প্রভাবশালী গ্রুপ বা ব্যক্তি মামলা করতে আসলে যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন। এক্ষেত্রে এলাকার সাধারণ মানুষের যাতে হয়রানি না হয়।