উত্তর দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের ছেলেকে আটক করেছে পুলিশ। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নিজেই জানিয়েছেন এ তথ্য। মাইক্রো ব্লগিং সাইট এক্সে শনিবার (২৯ জুলাই) এক পোস্টে প্রেসিডেন্ট বলেছেন, অর্থপাচার ও অবৈধ সম্পত্তি অর্জনের দায়ে তার ছেলেকে আটক করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট গুস্তাভোর সবুজ সংকেত পেয়েই তার ছেলেকে নিজেদের জিম্মায় নিয়েছে পুলিশ।
২০২২ সালে কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। সে নির্বাচনে গুস্তাভোর নির্বাচনি প্রচারণার এক ক্যালেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার ছেলে নিকোলোস পেত্রোর বিরুদ্ধে।
কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, ছেলের সঙ্গে তার সাবেক স্ত্রী দায়াসুরিজ ভাসকুয়েজকেও আটক করা হয়েছে।
নিকোলাসের সাবেক স্ত্রী ভাসকুয়েজ গত মার্চে অভিযোগ করেছিলেন, ২০২২ সালে প্রেসিডেন্ট গুস্তোভোর নির্বাচনি প্রচারণার সময় নিকোলাস মাদক চোরাচালানকারীদের কাছ থেকে বিপুল অর্থ নিয়েছিলেন। তবে সেগুলো নির্বাচনে খরচ না করে তিনি উত্তরের শহর বারানকুয়েলায় বিলাসি জীবন-যাবনে ব্যয় করেছেন।
প্রেসিডেন্ট মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, ‘একজন বাবা হিসেবে, এ ধরনে আত্মধ্বংস এবং আমার ছেলেকে জেলে যেতে দেখা খুবই বেদনার। প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আমি প্রধান কৌঁসুলির কার্যালয়কে নিশ্চয়তা দিয়েছি তারা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সব ধরনের নিশ্চয়তা পাবে।’
রাজনীতিতে নাম লেখানোর আগে গুস্তাভো একজন বিদ্রোহী যোদ্ধা ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে সবসময় শক্ত অবস্থানে থাকা গুস্তাভো সাধারণ বিদ্রোহী থেকে দেশটির প্রেসিডেন্ট হয়েছেন। ফলে নিজ ছেলের দুর্নীতিকে বরদাস্ত করবেন না তিনি।
নিকোলাসের সাবেক স্ত্রী ভাসকুয়েজ মার্চে টিভি সাক্ষাৎকারে বলেছিলেন, তার স্বামী নির্বাচনি প্রচারণার কথা বলে স্যামুয়েল সান্তান্দার নামের এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৫০ হাজার ডলার নিয়েছিলেন। স্যামুয়েল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সাজাপ্রাপ্ত আসামী। নিকোলাস যে নির্বাচনের কথা বলে অর্থ নিয়েছেন সেটি তার তার বাবাও জানতেন না বলে জানিয়েছিলেন ভাসকুয়েজ।
সূত্র : ঢাকা পোস্ট