লামায় বিনামূল্যে কাজু বাদাম,কপি চারা ও কৃষি উপকরণ বিতরণ হয়েছে। রবিবার (৩০ জুলাই) বেলা ১২ টায় লামা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি অফিসের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন লামা উপজেলা কৃষি অফিসার রতন চন্দ্র বর্মন,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মহি উদ্দীন,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া,লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা, প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক নুরুল করিম আরমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, ২০২৩-২৪ অর্থ বছরে কাজু বাদাম গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৫০ জন প্রদর্শনীভূক্ত কাজু বাদাম ও কপি চারা, জৈব সার,রাসায়নিক সার,বালাইনাশক,স্পে মেশিন,বাগানের বেড়া তৈরির বেড তৈরির নেট,বাঁশের খুটি ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
এ বিষয়ে লামা উপজেলা কৃষি অফিসার রতন চন্দ্র বর্মন জানান, লামা উপজেলার পাহাড়ি অঞ্চল কাজুবাদাম, কপি চাষসহ অন্যান্য কৃষি পন্য উৎপাদন উপযোগী। এতে কৃষকরা চাষ করেক কৃষকরা নিজের ও দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।