লামায় বন্যার্তের মাঝে কারিতাসের জরুরী ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ ও ১৩ আগষ্ট) সারাদিন লামা কারিতাস অফিসের উদ্যোগে এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে লামা পৌরসভা,২নং সদর ইউনিয়ন ও রুপসীপাড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ সহায়তা হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,লামা সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন ও কারিতাস বাংলাদেশ সিপিপি পিএইপি ২ প্রকল্পের লামার মাঠ কর্মকতা মোঃ মামুন সিকদার,সিএমএফপি নিপু কান্তি মিত্রসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, লামা উপজেলার বন্যাকবলিত এলাকার লামা পৌরসভা আশ্রয়ণ কেন্দ্র ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারে বিশেষ করে লামা পৌরসভার কুড়িলারটেক,রাজবাড়ি,টিটি এন্ড ডিসি,চম্পাবলী,বাজার, নুনারবিল মার্মা পাড়াসহ লামা সদর ইউনিয়ন, রুপসী পাড়া ইউনিয়নে জরুর শুকনা খাবার বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেট এ চিড়া ২কেজি,মুরি ১ কেজি,চনাচুর ৫০০ গ্রাম,গোড় ৫০০ গ্রাম,মোমবাতি ৬ পিচ,গ্যাসলাই ১টি,পানি ২লিটার।