বান্দরবানের লামা উপজেলায় বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বান্দরবান জেলা প্রশাসক (ডিসি)শাহ মোজাহিদ উদ্দিন।
শনিবার (১২ আগষ্ট) সকালে লামা উপজেলা পরিষদ হলরুমে, গত ৬ দিনের টানা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের মাতামুহুরী নদী পানিতে সৃষ্ট যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা সরজমিনে পর্যবেক্ষণ, ও বন্যা কবলিত এলাকায় এাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করার জন্য বান্দরবান হতে লামা উপজেলায় পরিদর্শনে যান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাজিব কুমার বিশ্বাস, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার,উপজেলা চেয়ারম্যান, মোঃ মোস্তফা জামান, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দুই সদস্য শেখ মাহবুবুর রহমান ও ফাতেমা পারুল, এএসপি মোঃ আনোয়ার হোসেন, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম শেখ, উপজেলা আ. লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ,সরকারি -বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা।
পৃথক মতবিনিময় সভা করেন আলীকদমে উপজেলায় নির্বাহী অফিসার মোঃ সোয়াইব,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা, উপজেলা আ. লীগের সভাপতি মোঃ জামাল উদ্দীনসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ,সরকারি -বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা।
এছাড়াও তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাদ্য গোদাম ও দুই উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।