রামুতে শোককে শক্তিতে রূপান্তরে অঙ্গীকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৮টায় রামু উপেজলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর রচিত কবিতা, কথামালা, জাতীয় শোক দিবসের আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শোক দিবস উদযাপন অনুষ্ঠানে আলোচনা ও কবিতা পাঠ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, রামু থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা নরুল হক চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল, রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া, ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলা সুপারভাইজার মো. সাইফুদ্দিন খালেদ, সংস্কৃতিকর্মী মাস্টার মোহাম্মদ আলম, মানসী বড়ুয়া, তৌহিদা আজিম, দীপক বড়ুয়া।
পরীক্ষিৎ বড়ুয়া টুটুন ও আ ন ম আজগর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত রামু উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসে অনুষ্ঠানে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, মাওলানা নুরুল হাকিম।