বাইশারী প্রতিনিধিঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগড় রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের বাইশারী বন বিটে হেডম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত ১১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টার সময় বাইশারী বন বিট কার্যালয়ে হেডম্যান নির্বাচনে ৩জন প্রতিদ্বন্দ্বী নির্বাচনে অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বীরা হলেন মোঃ হোসেন কোম্পানী হাতি মার্কা প্রতীক, মোঃ হোসেন হরিণ মার্কা প্রতীক ও জানে আলম ছাতা মার্কা প্রতীক।
এতে ২৬ ভোট পেয়ে হাতি মার্কা প্রতীকের মোঃ হোসেন কোম্পানী জয়লাভ করে হেডম্যান নির্বাচিত হয়। তার দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হোসেন হরিণ মার্কা প্রতীক নিয়ে ২১ ভোট ও মোঃ জানে আলম ছাতা মার্কা প্রতীক নিয়ে ৪ ভোট পেয়ে পরাজয় বরণ করেন।
হেডম্যান নির্বাচনে জয় লাভের পর হাতি মার্কা প্রতীক প্রার্থী মোঃ হোসেন কোম্পানী বলেন, আগামীতে বন বিভাগের পাশাপাশি তিনি সহযোগি হিসেবে দায়িত্ব পালনের জন্য সকল বনজায়গিরদারদের সহযোগিতা কামনা করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তুলাতলী বিট কর্মকর্তা শ্যামপদ মিশ্র। সহকারী প্রিজাইডিং বনপ্রহরী সুমন দে এবং সাবির্ক নিরাপত্তার দায়িত্বে ছিলেন ঈদগড় বিট কর্মকর্তা নাজির আহমেদ ও বনপ্রহরীরা।