কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে অংশ গ্রহণের লক্ষ্যে অনুশীলন ক্যাম্প শুরু করছে রামু উপজেলা ফুটবল দল। গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রামুতে বিকেএসপি কক্সবাজার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মাঠে অনুশীলন ক্যাম্প উদ্বোধন করেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপেজলা ক্রীড়া সংস্থার সভাপতি ফাহমিদা মুস্তফা। রামু উপজেলা ফুটবল দলের প্রাথমিক ভাবে নির্বাচিত ২৫ জন খেলোয়াড় অনুশীলন ক্যাম্পে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা বলেন, প্রতিযোগিতা আছে বলেই, নিজের যোগ্যতাকে প্রকাশ করা যায়। ফলাফলটা ঘরে আনতে হলে, অবশ্যই প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী থেকেও ভালো খেলতে হবে এবং জিততে হবে। দলের সাথে এক সুরে কথা বলতে হবে, এক সাথে কাজ করতে হবে। ফুটবল মাঠে যদি আপনি ভালো খেলেন, তাহলে ফুটবল আপনার পরিচয়কে সমানে নিয়ে আসবে। রামু উপজেলার পরিচয় বুকে ধারণ করে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামবেন। ভালো খেলবেন এবং চ্যাম্পিয়ন হবেন।
উঠতি বয়সের ছেলেমেয়েরা বিপথে চলে যাচ্ছে উল্লেখ করে ইউএনও ফাহমিদা মুস্তফা আরও বলেন, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অলসতার কারণে অনেক ছেলেমেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। খেলাধুলার সাথে যারা থাকেন, তারা কখনও বিপথে যায় না। খেলোয়াড়ি জীবন অবশ্যই আপনাকে ভালো কিছু এনে দেবে।
রামু উপেজলা ফুটবল দলের কোচ রাজু বড়ুয়ার সঞ্চালনায় অনুশীলন ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন, বিকেএসপি কক্সবাজার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক আখীনুর জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, সহ-সভাপতি মো. নবু আলম, কোষাধ্যক্ষ সুকুমার বড়ুয়া বুলু, রামু উপেজলা ফুটবল দলের টিম ম্যানেজার ছিদ্দিক আহমদ, সহকারী টিম ম্যানেজার তরুপ বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ শহীদ, আপ্যায়ন সম্পাদক প্রকাশ সিকদার, রামু ব্লাড ডোনার’স সোসাইটির সভাপতি কফিল উদ্দিন, ফুটবলার দিদারুল আলম ও কৌশিক বড়ুয়া প্রমুখ।
রামুতে মঙ্গলবার বিকালে বিকেএসপি কক্সবাজার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মাঠে উপজেলা ফুটবল দলের প্রাথমিক ভাবে নির্বাচিত খেলোয়াড় দিদারুল আলম (বড়), কৌশিক বড়ুয়া, কমল বড়ুয়া, সাইফুল ইসলাম, আশিক, আরিফ , দিদারুল আলম (ছোট), রিদোয়ান (ছোট), নুরুল হক নুরু, তরিৎ বড়ুয়া, রিদোয়ান (বড়), ইমন বড়ুয়া মিষ্টি, ইমন বড়ুয়া, আয়াত উল্লাহ, জাহাঙ্গীর আলম, ইমরান তাহের, দূর্জয় বড়ুয়া ছোটন, মুর্শেদুল আলম সামী, শাহনেওয়াজ মোরশেদ, তানজিদ আলম চাঁদ, নুরুল কবির, মোবারক হোসেন শিবু, রাব্বি মোহাম্মদ আজাদ, আমিনুল ইসলাম রাকিব, মেংলুং মারমা ও শামীম অনুশীলনে অংশ নেন।
আগামী ২২ সেপ্টেম্বর কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে রামু উপজেলা ফুটবল দলের বিপক্ষে খেলবে মহেশখালী উপজেলা ফুটবল দল।