রামুতে অনিরাপদ স্থানে গ্যাস সিলিন্ডারের দোকানে গ্যাস বিক্রি ও ফার্মেসীতে ঔষধ বিক্রির বৈধ কাগজপত্র না থাকায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৩ সেপ্টেম্বর) রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চৌমুহনী ও তেমুহনী স্টেশন ও রাজারকুল ইউনিয়নের পঞ্জেখানা বাজার এবং দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিভিন্ন অনিয়মের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকার জরিমানা এবং অপ চিকিৎসার অভিযোগে আল মদিনা ফার্মেসী নামে একটি ঔষধের দোকান বন্ধ করে দেয়া হয়েছে।
ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া, নিরাপদ খাদ্য পরিদর্শক ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মমতাজ উদ্দিন সহ আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, চৌমুহনী স্টেশনের জিয়া এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, মো. ইকবালের গ্যাসের দোকানকে ১০ হাজার টাকা, তেমুহনী স্টেশনের আল মোজাদ্দের গ্যাসের দোকানকে ৫ হাজার টাকা, কলিম উল্লাহ’র গ্যাসের দোকানকে ১০ হাজার টাকা, অপ চিকিৎসার অভিযোগে উমখালী স্টেশনের আল মদিনা ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ঔষধ বিক্রির বৈধ কাগজপত্র থাকায় আল মদিনা ফার্মেসী বন্ধ করে দেয়া হয়।
রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা জানান, কিছুদিন আগে পঞ্জেখানা বাজারে গ্যাসের দোকানে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এটা খুবই দুঃখজনক। অনিরাপদ স্থানে গ্যাসের দোকান করা এবং দোকানে অবৈধ ভাবে গ্যাস বিক্রি না করা সহ ব্যবসা প্রতিষ্ঠান সমূহকে ভোক্তা অধিকার আইন মেনে চলতে, বেশ কিছুদিন আগে স্টেশন ও বাজারে গণ বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু কেউ সচেতন না হওয়ায়, এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উমখালী বাজারে আল মদিনা ফার্মেসিতে নুরুল আমিন নামের এক ব্যক্তি অনেকদিন ধরে, চিকিৎসার নামে অপচিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। এ অভিযোগের সত্যতা পেয়ে আমরা অভিযান পরিচালনা করি এবং দোকান ঘরটি বন্ধ করে দেয়া হয়। অভিযানের খবরে নুরুল আমিন নামে ওই ব্যক্তি পালিয়ে যায় বলে তিনি জানান।
ইউএনও ফাহমিদা মুস্তফা আরও জানান, বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিরাপদ স্থানে গ্যাস দোকান ও বৈব কাগজপত্র ছাড়া দোকানে গ্যাস এবং ফার্মেসীতে ঔষধ বিক্রি না করার জন্যও ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান তিনি।