প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসা চাঁদপুরের শিশু রাব্বিকে আশ্রয়ণ-২ প্রকল্পের নতুন জমিসহ ঘর ও পরিবারকে প্রথম শিক্ষা সহায়তার চেক প্রদান করা হয়েছে। গত সোমবার শিশু রাব্বির হাতে চেক তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক বিষয়টি গণমাধ্যমেকে জানিয়েছেন।
জানা যায়, গত ১৫ জুলাই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিজের চোখ পরীক্ষা করতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সামনে হাজির হয় সেখানকার ক্যান্টিন বয় রাব্বি। প্রধানমন্ত্রী মমতায় বুকে জড়িয়ে ধরে রাব্বির পরিবারের খোঁজ খবর নেন। এক পর্যায়ে জানতে পারেন, চাঁদপুরের এই শিশু আর্থিক অনটনের শিকার। জীবিকার জন্য এবং মায়ের মুখে হাসি ফুটাতে গ্রামের বাড়ি ছেড়ে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ক্যান্টিনে চাকরি নেয়। বিষয়টি জেনে প্রধানমন্ত্রীর মায়া হয়। তখন তিনি শিশু রাব্বির কাছে জানতে চায়, আগামীদিনে তুমি কি হতে চাও। শিশুর সরল জবাব ছিল। আমি পড়ালেখা করে মানুষ হতে চাই। এরপরই পাল্টে যায় শিশু রাব্বির জীবনের দৃশ্যপট। গ্রামে ফিরে রাব্বি যেনো স্কুলে ভর্তি হতে পারে তার জন্য ৫ লাখ টাকা অনুদান ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
তারই ধারাবাহিকতায় আশ্রয়ণ-২ প্রকল্পের নতুন জমিসহ ঘর ও অর্থ সহায়তার চেক রাব্বির পরিবারকে প্রদান করা হয়। রাব্বির লেখাপড়ার খরচ নির্বিঘ্নে চালিয়ে নিতে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন থেকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে ।
এ বিষয় জেলা প্রশাসক কামরুল হাসান জানান, শিশুটিকে প্রধানমন্ত্রী যে অর্থ দিয়েছিলেন সেটির এ মাসের লভ্যাংশ আজকে দেওয়া হয়েছে। এভাবে প্রতি মাসে টাকা পাবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একজন মানবিক মানুষ। ফলে তিনি শিশুটিকে স্থায়ীভাবে জীবন সংগ্রামে বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তার এ ধরনের মানবিক কাজ অবশ্যই প্রশংসনীয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
সূত্র : ঢাকা পোস্ট