আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়নের রেপার পাড়া বাজার মনিটরিং ও তাগাদা দেওয়া হয়। রবিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বর্ণিত বাজারের অধিকাংশ দোকানে দ্রব্যমূল্য, ট্রেড লাইসেন্স ও হোল্ডিং কর সরেজমিনে তদারকি ও মনিটরিং করেছেন আলীকদম উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মোঃ সোয়াইব,সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফ উল্লাহ নিজামী,স্থানীয় জনপ্রতিনিধি, বাজার পরিচালনা কমিটির প্রতিনিধি ও সাংবাদিকরা।
প্রসংগত,এসময় রেপার পাড়া বাজারের প্রায় দোকানে মূল্য তালিকা, ট্রেড লাইসেন্স ও হোল্ডিং করের কাগজ না থাকায় ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট অফিসের দ্রুত সংগ্রহ করার জন্য তাগাদা দেওয়া হয়।
আরও বাজারে দোকানে মূল্য তালিকা টাঙ্গানো ও সরকার নির্ধারিত মূল্য আলুর কেজি ৩৫ টাকা,পেয়াঁজ ৬৫ টাকা দরে বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এ ব্যাপারে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব জানান, চৈক্ষ্যং ইউনিয়নের রেপার পাড়া বাজারে প্রাথমিকভাবে তদারকি ও মনিটরিং করা হয়। পরবর্তীতে জরিমানা করা হবে।
এখানে ব্যবসায়িদের ক্ষেত্রে দোকানে অনিয়মের জন্য মূল্য তালিকা টাঙানো,ভূমি উন্নয়ন কর ও হোল্ডিং করের কাগজপত্র না থাকায় অল্প সময়ের মধ্যে সংশ্লিষ্ট অফিস থেকে নেওয়া জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।