কক্সবাজারের রামুতে ১০ দিন ব্যাপি শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর আইসিটি ইন এডুকেশন লিটারেসি,ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে রামুর শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন এর সভাপতিত্বে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে বক্তব্য রাখেন জেনুইন ইনফরমেশন টেকনোলজি এর ডিরেক্টর এবং এসআরডিআর এর প্রশিক্ষক তৌহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষার্থীদের মধ্যে শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরুল হাকিম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনছুর আলম,সিনিয়র শিক্ষক এস বিকাশ শর্মা পালন, জোয়ারিয়ানালা এইচ. এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র মোঃ নাছির উদ্দিন, সহকারী শিক্ষক মিজানুর রহমান,দক্ষিণ মিঠাছড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোস্তফা, মোঃ মেহেদী হাসান,পশ্চিম গোয়ালিয়া পালং এসই,এসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা সুলতানা, জসিম উদ্দিন, রামু সরকারি কলেজের প্রভাষক শারমিন আক্তার, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রূপম কুমার দাশ,আল ফুয়াদ একাডেমির সিনিয়র শিক্ষক মোঃ ছলিম উদ্দিন ও আয়েশা ছিদ্দিকা।
উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ১০ দিন ব্যাপি শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর আইসিটি ইন এডুকেশন লিটারেসি,ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ভেন্যু শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়।বাস্তবায়নে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়)।