আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কেনাকাটার কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) তিনি ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
অশোক কুমার দেবনাথ বলেন, সামগ্রিকভাবে জাতীয় নির্বাচন উপলক্ষ্যে কেনাকাটার কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। আজাকে সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি সংক্রান্ত সভায় বিস্তারিত জানানো হয়েছে।
তিনি বলেন, এবারের সংসদ নির্বাচন করতে মোট ব্যয় হবে ১ হাজার ৪৪৫ কোটি টাকা। এর মধ্যে ৬৫ শতাংশ ব্যয় হবে আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে। আর বাকি ৩৫ শতাংশ অর্থ নির্বাচন পরিচালনায় ব্যয় করা হবে।
সূত্র : ঢাকা পোস্ট