রামু উপজেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি পলক বড়ুয়া আপ্পু। শুক্রবার (১৩ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী যুবলীগ কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত পত্রে ত্যাগী রাজনীতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পলক বড়ুয়া আপ্পুকে রামু উপজেলা যুবলীগের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
এ সংবাদে সাবেক ফুটবলারদের সংগঠন রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, রামু উপজেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি ও রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি পলক বড়ুয়া আপ্পুকে। একই সাথে সাবেক ফুটবলারদের এ সংগঠনের কর্মকর্তারা রামু উপজেলা যুবলীগের নবনির্বাচিত সহ-সভাপতি নীতিশ বড়ুয়া, কামাল শামশুদ্দিন আহম্মদ প্রিন্স, সালাহ উদ্দিন, রজত বড়ুয়া, সাধারণ সম্পাদক রাশেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
কেন্দ্র অনুমোদিত সাবেক ফুটবল খেলোয়াড়দের সংগঠন রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি পলক বড়ুয়া আপ্পু, রামু উপজেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ‘বাফুফে’ সদস্য বিজন বড়ুয়া, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, কার্যনির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি কিশোর বড়ুয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য দেবপ্রসাদ বড়ুয়া টিপু, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক তরুপ বড়ুয়া, সহ-সভাপতি মো. নবু আলম, বিমল বড়ুয়া, ইঞ্জি: তরুন বড়ুয়া, সুশান্ত পাল বাচ্চু, সজল বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, সাধারণ সম্পাদক খালেদ শহীদ, যুগ্ম সম্পাদক জিটু বড়ুয়া, রুহুল আমিন রকি, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, ক্রীড়া সম্পাদক সুপন বড়ুয়া শিপন, সাংস্কৃতিক সম্পাদক পুলক বড়ুয়া, অর্থ সম্পাদক মো. আবদুর রহিম, দপ্তর সম্পাদক ফরিদুল আলম, আপ্যায়ন সম্পাদক প্রকাশ সিকদার, প্রচার সম্পাদক ওমর ফারুক মাসুম, কার্যনির্বাহী কমিটির সদস্য আবছার কামাল, দুলাল বড়ুয়া, রাজু বড়ুয়া, সুকুমার বড়ুয়া বুলু, রিটু বড়ুয়া, চম্পক বড়ুয়া, রূপায়ন বড়ুয়া, বিপুল বড়ুয়া আব্বা, বিকাশ বড়ুয়া বিভাষ, কক্সবাজার জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক জোতিঃর্ম্ময় বড়ুয়া মঙ্গল সহ রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ পরিষদের সদস্যরা।