রামুর বাঁকখালী নদীতে নিখোঁজের একদিন পরে অজ্ঞাত পরিচয়ে এক লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের দক্ষিণ চাকমারকুল পয়েন্টে বাঁকখালী নদী থেকে, লাশটি উদ্ধার করে রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। অজ্ঞাত পরিচয়ের এ লাশটির আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার কাইম্যার ঘোনায় সড়কের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সোমেন বড়ুয়া জানান, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ চাকমারকুল পয়েন্টে একটি লোক বাঁকখালী নদীতে ডুবে যেতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয় জনতা সহ কক্সবাজার এবং রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ লোকটির সন্ধান চালায়। বুধবার সকাল থেকে আবারও বাঁকখালী নদীতে নিখোঁজ লোকটির সন্ধান করা হয়। সকাল সাড়ে ১১টায় জোয়ারের পানিতে ভেসে উঠায়, নিখোঁজ স্থানের কিছুটা উপরের দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশটির পরনে প্যান্ট ও গেঞ্জি ছিলো। নদীর পার থেকে এক জোড়া সেন্ডেল ও একটি শীতের জ্যাকেট পাওয়া গেছে। জ্যাকেটের পকেটে ৩০-৪০ টাকা ছিলো। সেন্ডেল ও জ্যাকেট অজ্ঞাত পরিচয়ের মৃত ওই ব্যক্তির বলে ধারণা করা হয়েছে।
রামু থানার উপ-পরিদর্শক অসিম কুমার দাশ জানান, দুপুরে দক্ষিণ চাকমারকুলে বাঁকখালী নদী থেকে অজ্ঞাত পরিচয়ে উদ্ধারকৃত ব্যক্তির লাশ ও সন্ধ্যায় কাইম্যার ঘোনা সড়কের পাশ থেকে উদ্ধারকৃত নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় সনাক্ত সহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।