আব্দুল হামিদ,বাইশারী:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে চুরি,ডাকাতি,খুন খারাপি ও অপরাধ সংঘঠিত না হওয়ার লক্ষ্যে এবং আইন শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা ঝটিকা অভিযান নেমেছে।
১৪ অক্টোবর শুক্রবার রাতভর বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আবু মুসা, সহকারী ইনচার্জ এ এস আই ওমর ফারুকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ইউনিয়নের দূর্গম এলাকা ক্যাংগারবিল,করলিয়ামোরা,হলদ্যাশিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় পুলিশ সদস্যরা সাবেক ইউপি মেম্বারসহ ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,৫নং ওয়ার্ড হলদ্যাশিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ (পুতুইন্ন্যা) (৩৭) ,তার পিতা বশির উল্লাহ(৬৫),ক্যাংগারবিল গ্রামের বাসিন্দা সিদ্দিক আহাম্মদের পুত্র ছৈয়দ নুর(৪১)।
অভিযানের সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু মুসা আমাদের রামু কে জানান, এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি,ডাকাতি,ও সন্ত্রাসী কর্মকান্ড ঠেকাতে পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি গত শুক্রবার বিপুল সংখ্যক পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। এসময় ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান,অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের ১৫ অক্টোবর শনিবার সকাল ১০টার সময় বান্দরবান আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।