রামুতে অষ্টমবারের মত অনুষ্ঠিত হয়েছে প্রজন্ম ’৯৫ বৃত্তি পরীক্ষা। এবার উপজেলার ২১ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহন করে।
শনিবার (২ ডিসেম্বর) সকাল রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে রামুর ঐতিহ্যবাহী সংগঠন প্রজন্ম ’৯৫ শিক্ষা ট্রাস্ট এ বৃত্তি পরীক্ষা আয়োজন করে। একই দিন সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হয়।
এবারের পরীক্ষায় ট্যালেন্টপুলে তিনজন এবং ইউনিয়ন ভিত্তিক ১১ জনসহ মোট ১৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তিনজনই বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্তরা হল যথাক্রমে ঐন্দ্রিলা বড়ুয়া ( রোল- ৮২৩) প্রথম, ফুয়াদ আল আহাদ ( রোল- ৮৩১) দ্বিতীয়, নওশিন তারান্নুম (৮৩৩) তৃতীয়।
এছাড়াও ইউনিয়ন পর্যায়ে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে মেধানুসারে যথাক্রমে- কাউয়ারখোপ ইউনিয়ন থেকে হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আরফিন আবরা রীম ( রোল-৮০২), ফতেখাঁরকুল ইউনিয়ন থেকে রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের তারণ্য বড়ুয়া ইশা (রোল-৮৫৩), রাজারকুল ইউনিয়ন থেকে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-এর সাদিয়া আশরাফ সিফা (রোল-৭৭০), খুনিয়া পালং ইউনিয়নের আল ফুয়াদ একাডেমী উচ্চ বিদ্যালয়ে ছাত্রী সারজানুর করিম সোহা (রোল-৭৫৩), ঈদগড় ইউনিয়নের ঈদগড় আমীর মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাছিং খাইন ( রোল- ৭৪৩), চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের মো. ইসমাইল হোসেন (রোল-৮০৭), জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আপনান সাঈদ তুহিন (রোল-৭৭৮), রশিদ নগর ইউনিয়নের পানিরছড়া এসএইচডি মডেল হাইস্কুলের ছাত্রী তাজনুভা তাজরিন তাজভি (রোল-৮৯৩),দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের এ.কে আজাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রোজিনা ( ৮৮৯) ও গর্জনিয়া ইউনিয়নের গর্জনীয়া উচ্চ বিদ্যালয়ের সোমি আকতার ( ৯৩২)।
এদিকে সকালে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ ব্যাঞ্জক বক্তব্য প্রদান করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন।
এ সময় তিনি বলেন, একটি প্রজন্ম সমৃদ্ধ দেশ গড়তে হলে মেধাবী প্রজন্ম গড়ে তোলার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধার বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্য প্রজন্ম ’৯৫ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের এ প্রয়াস ধন্যবাদ পাওয়ার যোগ্য।
এ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীদের স্মার্ট প্রজন্ম হিসেবে তৈরী করতে প্রজন্ম ’৯৫ এর বৃত্তি পরীক্ষা আয়োজন বিশাল অনুকুল ভূমিকা রাখছে। ইতিপূর্বে প্রজন্ম’৯৫ মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তিপ্রাপ্ত অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধিকতর মেধার স্বাক্ষর রাখছে। এ কারণে এটি অসামান্য কাজ। এ উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
এ সময় প্রবীণ শিক্ষক আব্দুল হালিম, সাংস্কৃতিক সংগঠক মাস্টার মো. আলম, প্রবীণ শিক্ষক মুজিবুল হক, মাস্টার মো. মীর কাসেম, রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয়ে বিদায়ী প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ, নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক ইজত উল্লাহ, শিক্ষক ভূবন বড়ুয়া, প্রজন্ম ৯৫ বৃত্তি পরিচারনা পর্ষদের আহবায়ক নজিবুল আলম, সদস্য সচিব ছালামত উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
পরীক্ষায় পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন- রামু সরকারী কলেজের প্রাক্তন শিক্ষক মুজিবুল হক, পানিরছড়া এসএইচডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন ও রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।
সন্ধ্যায় ফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- প্রজন্ম’ ৯৫ এর সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোরশেদ, প্রজন্ম ৯৫ বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক বজলুচ সাত্তার ও সুনীল বড়ুয়া প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বৃত্তি পরিচালনা পর্ষদের সদস্য এলি বড়ুয়া, ঝন্টু বড়ুয়া, আপন বড়ুয়া,বেদারুল আলম, সিরাজুল হক, আমজাদ আলী, মো. সাইফুল ইসলাম,তপন বড়ুয়া, মফিজ উল্লাহ, আপন বড়ুয়া, মীর কাশেম আলী, জয়নাল আবেদীন, মো. আব্দুল্লাহ, সাবের আহম্মদ, জয়শ্রী বড়ুয়া, উচিংমং, মো. আব্দুল্লাহ, প্রণব চক্রবর্তী টুনাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোরশেদ জানান, জাতীয় সংসদ নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে পুরুস্কার ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগেই স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অনুষ্ঠানের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি, সনদ, প্রাইজ মানি ও ক্রেস্ট প্রদান করা হবে।