লামায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা সভা কক্ষে লামা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজনে এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য দুংড়ি মং মার্মার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল।
বিশেষ অতিথি হিসেবে আরও অংশ নেন লামা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাইনুদ্দীন মোর্শেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিদারুল উসলাম, সহকারী পরিবার কল্যাণ পরিকল্পনা কর্মকর্তা শামসুন নাহার লিপি,মহিলা কাউন্সিলর শাকেরা বেগম, সাকমো (অবঃ)ডাঃ জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্টরা।
প্রসংগত, প্রতিবছরের মতো এবারও লামায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ আগামী (৯-১৪ ডিসেম্বর) ২০২৩ ইং, এ ৭ দিনব্যাপী বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করা হবে।