লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর বদলিজনিত বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় লামা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের আয়োজনে লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল এর সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও মোঃ মোস্তফা জাবেদ কায়সার।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম,দুই বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, নারীনেত্রী ফাতেমা পারুল, সহকারি কমিশনার (ভূমি) এস.এম.রাহাদুল ইসলাম,এএসপি আনোয়ার হোসেন খাঁন,লামা থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ, ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন।
উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ,পিআইও মোঃ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে ছাচিং প্রু মার্মা,মিন্টু কুমার সেন,মোঃ জসিম উদ্দিন, ওমর ফারুক, মোঃ ইদ্রিস কোং, নুরুল হোছাইন চৌধুরী,উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, তথ্য অফিসার খন্দকার তৌহিদসহ সরকারি -বেসরকারি কর্মকর্তা, শিক্ষকসহ সাংবাদিকরা।
প্রসংগত,লামার বিদায়ী ইউএনও মোঃ মোস্তফা জাবেদ কায়সার রাঙ্গামাটি সদর উপজেলায় বদলি ও নতুন পদায়িত হচ্ছেন লামা উপজেলার ইউএনও শান্তনু কুমার দাশ।