লামায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জনাব শান্তনু কুমার দাশ এর সাথে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা গণ,সরকারি কর্মকর্তা, শিক্ষকবৃন্দ,সাংবাদিকগণ ও সুশীল সমাজের প্রতিনিধি সাথে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে লামা উপজেলা প্রশাসন এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
এসময় সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) এস.এম.রাহাদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাইনদ্দীন মোর্শেদ, উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দীন,উপজেলা আ.লীগের সহ সভাপতি প্রশন্ন ভট্টাচার্য, বিজয় আইচ প্রমূখ।
এছাড়াও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।