লামা উপজেলার ফাইতং ইউনিয়নের অসহায়,এতিম ও দরিদ্র শীতার্তদের মাঝে শীত উপহার (কম্বল) বিতরণ করলেন আম জনতার নেতা আব্দুল জলিল কোং। রোববার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় নিজ বাসভূমি ও এতিম খানায় নিজস্ব উদ্যোগে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফাইতং ইউনিয়নের আম জনতার নেতা মোঃ আব্দুল জলিল কোং। এসময় তার সহকর্মী লোকেরাও অংশ নেন।
সেক্ষেত্রে মোঃ আব্দুল জলিল কোং জানান, বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের ৭ম বারের এমপি বীর বাহাদুর (উশৈসিং) এমপির পক্ষে লামার ফাইতং ইউনিয়নে শীতার্ত অসহায়, এতিম ও দরিদ্র বিভিন্ন শ্রেনী,বর্ণ ও জাতিগোষ্ঠীর ৫০০ (পাঁচশত) পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার কম্বল বিতরণ করা হয়।
তিনি আরও জানান, এ রকমের মানবিক সহায়তা আগামীতে অব্যাহত থাকবে।