দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ হচ্ছেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি।
সংসদ সচিবালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আজই (২২ জানুয়ারি) রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিফ হুইপসহ সরকার দলীয় হুইপদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে।
অন্য চার হুইপ হচ্ছেন- আবু সাঈদ স্বপন, ইকবালুর রহিম, নজরুল ইসলাম বাবু ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ দলীয় এমপি মাশরাফি বিন মুর্তজাসহ (নড়াইল-২) পাঁচ এমপি। তাদের মধ্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ইকবালুর রহিম বিগত একাদশ সংসদেও হুইপের দায়িত্বে ছিলেন।
এর আগে গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন সরকারি দল থেকে জানানো হয়েছে, চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী লিটন বহাল থাকছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। পরে সংসদ সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
আইন অনুযায়ী সংসদে একজন চিফ হুইপ ও ছয়জন হুইপ থাকবেন। চিফ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।
কক্সবাজারের জেলা রিটার্নি কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় সূত্র অনুযায়ী, কক্সবাজার-৩ আসনে ভোটার রয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৬১০ জন। ভোটকেন্দ্র ১৬৭টি। কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও উপজেলা নিয়ে কক্সবাজার-৩ আসন। বর্তমান এমপি সাইমুম সরওয়ার কমল নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১,৬৭,০৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি¦ ব্যারিস্টার মিজান সাঈদ ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ২১৯৪৬ ভোট। নৌকার প্রার্থী সাইমুম সরওয়ার কমল ১৪৫০৯০ ভোটে বিজয়ী হয়েছেন।
কক্সবাজার-৩ আসন থেকে টানা তিনবার এমপি নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমল।