বীর মুক্তিযোদ্ধা রমেশ বড়ুয়া পরলোক গমন করেছেন। তিনি মঙ্গলবার (২৩ জানুয়ারি ২০২৪) ভোর রাত ১২:১৫ টায় নিজ বাড়ি বীর নিবাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুক্তিযোদ্ধা রমেশ বড়ুয়া রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল বড়ুয়া পাড়ার বাসিন্দা প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়া ও প্রয়াত বিরাজা বালা বড়ুয়ার ২য় সন্তান ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বিন্টু মোহন বড়ুয়ার ছোট ভাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য রোগ ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মঙ্গলবার দুপুর ১২ টায় পূর্ব রাজারকুল সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহার প্রাঙ্গণে রামু উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদারের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম প্রদর্শন করেন রামু থানার পুলিশ দল।
১৯৭১ এর রনাঙ্গনের সম্মুখযোদ্ধা রমেশ বড়ুয়া বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলার সহ-সভাপতি, পূর্ব রাজারকুল সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের দায়িত্ব্ পালন করেছেন।
মঙ্গলবার দুপুর ১ টায় সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে অনিত্য সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের মহা-পরিচালক বিজয়রক্ষিত মহাথেরো। প্রজ্ঞাবিনয় ভিক্ষুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনিত্য সভায় স্মৃতিচারণ করেন রামু উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপসানা জেসমিন পপি, সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদক মুসরাত জাহান মুন্নী, রামু উপজেলা বৌদ্ধ সমিতির সভাপতি স্বপন বড়ুয়া।
ধর্মদেশনা করেন উখিয়া আনন্দ ভবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবোধি মহাথেরো, রামু মৈত্রী বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাতিলক থেরো, রামু কেন্দ্রীয় সীমা বিহারের প্রজ্ঞানন্দ থেরো প্রমুখ ভিক্ষুসংঘ।
হুইপ সাইমুম সরওয়ার কমল এমপির শোক প্রকাশ:
বীর মুক্তিযোদ্ধা রমেশ বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল। ঢাকা থেকে প্রেরিত শোক বার্তায় এমপি কমল প্রয়াত মুক্তিযোদ্ধা রমেশ বড়ুয়ার পারলৌকিক শান্তি ও সদগতি কামনা করেছেন।