পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের বার্ষিক শিক্ষাবৃত্তি-২০২৪ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ পরিচালিত উক্ত শিক্ষাবৃত্তি-২০২৪ প্রদান অনুষ্ঠান গত ৩১ জানুয়ারি, শুক্রবার, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে অনুষ্ঠিত হয়।
এবছর একাদশ ও দ্বাদশ শ্রেণির মোট ৩০ জন কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ বৃত্তির অধীনে প্রত্যেক শিক্ষার্থী বৃত্তি বাবদ এককালীন তিন হাজার টাকা পেয়ে থাকেন।
উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি এস ধর্মপাল মহাথের মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও চট্রগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ড. জিনবোধি মহাথের। বিশেষ আলোচক উপস্থিত ছিলেন উখিয়া জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ভদন্ত কুশলায়ন মহাথের। সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ ভদন্ত শীলপ্রিয় মহাথের প্রমূখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার বাবু সোমেন বড়ুয়া। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ বাবু প্রদীপ্ত খীসা।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ থের তার বক্তব্যে উক্ত শিক্ষাবৃত্তি প্রবর্তনের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানে আগত পূজনীয় ভিক্ষুসংঘ এবং সম্মানিত অতিথিবৃন্দ সমাজের পিছিয়ে থাকা এবং অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে প্রাতিষ্ঠানিক শিক্ষা বিস্তারে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।