তোমায় নিয়ে প্রেম কাব্য লিখবোনা:
ভেবেছিলাম তোমায় নিয়ে প্রেম কাব্য লিখবোনা,
বুকের দগ্ধ দহন কাউকে আমি আর দেখাবোনা।
একলা রবো,শান্ত পথিকের মতো বিদঘুটে নগরীতে,
নাছোড়বান্দা প্রেমিক কোন তনয়ার পিছু পথের পর পথে।
সবাই অস্বীকার করবে,আমি নব্য সভ্যতার বাইরের কেউ,
প্রাণনাশক বঙ্গোপসাগরে হিংস্র কাল বৈশাখী ডেউ।
বিশ্বাশলেষী এক মুখ ডেকে রাখা সাধু পর্যবেক্ষক,
ব্যর্থ প্রেমের কাব্য শিক্ষাদানকারী এক শিক্ষক।
আমি তোমাকে পাইনি তা ভুল,পেতে চাইনি কখনো,
হেলায় হারিয়েছি,শাস্তি আমার বাজাই বেসুরা পিয়ানো।