গিয়াস উদ্দিন ভুলু , টেকনাফ:
দিন বদলের পালা নিয়ে উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে পর্যটন নগরী টেকনাফ উপজেলা। মাত্র দুই এক বছরের ব্যবধানে বদলে গেছে টেকনাফের মানচিত্র। টেকনাফ পৌর শহরের আনাচে-কানাচে গড়ে উঠেছে অত্যাধুনিক উন্নতমানের দৃষ্টি নন্দন বেশ কয়েকটি মার্কেট, শপিংমল, তারকা মানের হোটেল, রেষ্টুরেন্ট ইত্যাদি। টেকনাফ সৈকত জুড়ে তৈরী হচ্ছে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে মেরিন ড্রাইভ সড়ক, সাবরাং খুরের মুখ এলাকায় তৈরী হচ্ছে এসক্লুসিভ টুরিষ্ট জোন।
অপরদিকে টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ডে অবস্থিত নাফনদীর মাঝখানে প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি। উক্ত জেটির এখনো পুর্ণ নিমার্ণের কাজ শেষ হয়নি, অথচ প্রতিদিন এই জেটি দেখার জন্য দেশী-বিদেশী শত শত পর্যটকদের আগমন ঘটছে। এর পাশাপাশি নাফনদীর মাঝখানে প্রাকৃতিক দৃশ্যে ঘেরা জইল্লার দ্বীপকে পর্যটন জোন ঘোষনা করায় এই দ্বীপকে সাজানো হবে ভিন্ন রূপে। দেশী-বিদেশী আগত পর্যটকদের আকৃষ্ট করার জন্য এখানে তৈরী করা হবে উড়ন্ত কেবিন কার, ঝুলন্ত সেতু। এইভাবে স্থানীয় সাংসদ আলহাজ¦ আবদুর রহমান বদি সরকারের সহযোগীতায় দিনের পর দিন টেকনাফ উপজেলাকে উন্নয়নের জোয়ারে বদলে দিচ্ছে।
বছরের পর বছর উন্নয়ন হচ্ছে, কিন্তু শিক্ষার উন্নয়ন নেই বললে চলে। টেকনাফ উপজেলার সাড়ে ৩ লক্ষ মানুষ এখনো শিক্ষার হার থেকে অনেক পিছিয়ে। এদিকে টেকনাফ উপজেলায় শিক্ষার মান বাড়াতে দিনের পর দিন কাজ করে যাচ্ছে স্থানীয় এমপি, টেকনাফ উপজেলা প্রশাসন, শিক্ষিত সমাজ, সুশীল সমাজ ও রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিরা।
সেই সুত্র ধরে টেকনাফের শিক্ষিত সমাজ ও তরুণ যুব সমাজকে শিক্ষার আলোতে জাগিয়ে তোলার জন্য টেকনাফ শহীদ আলি উল্লাহ আলো শপিং কমপ্লেক্সে মার্কেটে আসা ক্রেতা ও অতিথিদের জন্য ব্যবস্থা করলো বিনা পয়সায় পত্রিকা পড়ার। আলো শপিং কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সেই সাড়া জাগানো,পত্রিকা পাঠকদের মন জয় করা অপরূপ সেই মহৎ কাজের চিত্রটি। এই শুভ কাজটির সুচনা সৃষ্টি করেছেন, এডুকেশন বুক ডিপো পরিচালক উক্ত মার্কেটের একজন শিক্ষিত, মেধাবী, তরুণ ব্যবসায়ী যুবায়ের জাহান। তার ব্যবসা প্রতিষ্টানে সামনে গেলে চোঁখে পড়বে সেই মহৎ কাজের দৃশ্যটি, দেয়ালে লিখা রয়েছে, (আজকের পত্রিকা পড়ুন) প্রতিদিন উক্ত স্থানে লাগানো হয় জাতীয় পত্রিকা, চট্রগ্রাম থেকে প্রকাশিত বেশ কয়েকটি পত্রিকা, কক্সবাজার জেলা থেকে প্রকাশিত পত্রিকাগুলো। এর মধ্যে স্থান করে নিয়েছে সোনালী দিন গড়ার প্রত্যয় নিয়ে কক্সবাজার থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার পত্রিকাটি।
এব্যাপারে ব্যবসায়ী যুবায়ের জাহান জানান, শিক্ষার হার থেকে পিছিয়ে পড়া ও বর্তমান যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাচাঁতে হলে শিক্ষা মুলক মহতি উদ্যোগ নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। তার পাশাপাশি টেকনাফবাসীকে অবসর সময়ে প্রতিদিন উক্ত স্থানে এসে পত্রিকা পড়ে শিক্ষার আলোকে আরো জাগিয়ে তোলার জন্য আহবান জানাই।