বন্যহাতি সংরক্ষণ,খাদ্য, হাতি-মানুষের দ্বন্ধ নিরসনে স্থানীয়দেরকে সচেতনতা মূলক প্রচারনা,লিফলেট বিতরণসহ বিভিন্ন বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ এপ্রিল) সকাল হতে দিনব্যাপী ক্যাম্পেইনে অংশ নেন সরই বন বিট অফিসার মোহাম্মদ করিম,স্টাফ ওমর ফারুক, মোস্তফা জামালসহ সরই ইউনিয়নের “এলিফ্যান্ট রেসপনস টিম “৬ এর এর সদস্য মোঃ হোসেন মেম্বার, সোহেল রানাসহ অনেকেই।
সেক্ষেত্রে বর্ণিত টিম সরই বাজার চৌমুহনী, লম্বাখোলা,আমতলী, জার্মানী পাড়াসহ কয়েকটি পয়েন্ট এ মানুষের মাঝে সচেতনতা বিষয়ে মতবিনিময়, প্রচার ও লিফলেট বিতরণ করেন।
এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বন্যহাতির লোকালয়ে আসলে মানুষ যাতে নিরাপদ থাকতে পারে পাশাপাশি হাতি। এ ব্যাপারে সাধারণ মানুষকে মোটিভেট করতে আমরা এ রকম প্রোগ্রাম করে থাকি।