খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা ২০১৬-এর খসড়া এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের মাসিক সম্মানী ভাতা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।খবর রাইজিংবিডির।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রসিভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘১ জানুয়ারি ২০১৬ থেকে এ নীতিমালা কার্যকর হবে।’
মোহাম্মদ শফিউল আলম জানান, খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ আগে মাসিক ভাতা পেতেন ১২ হাজার টাকা। এখন থেকে সেটা হবে ৩০ হাজার টাকা। বীর উত্তম আগে পেতেন ১০ হাজার টাকা। এখন থেকে সেটা হবে ২৫ হাজার টাকা।
বীর বিক্রম আগে পেতেন ৮ হাজার টাকা। এখন থেকে সেটি হবে ২০ হাজার টাকা। বীর প্রতীক আগে পেতেন ৬ হাজার টাকা। এখন থেকে পাবেন ১৫ হাজার টাকা।