হাফিজুল ইসলাম চৌধুরী:
‘উন্নত স্যানিটেশন সুস্থ্য জীবন’ এই প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারের রামুতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ অক্টোবর সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
শিক্ষার্থীসহ সকল শ্রেণি পেশার লোকজনের অংশ গ্রহনে র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন।
এসময় বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিকারুজ্জামান, উপজেলা ব্র্যাক ওয়াশ কর্মসূচির ব্যবস্থাপক মোঃ মাসুদ রানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ মাহবুব আফছার প্রমূখ।
মোঃ নিকারুজ্জামান বলেন, স্যানিটেশন খাতকে বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষন করছেন। স্যানিটেশনকে শুধুমাত্র স্বাস্থ্যসম্মত পায়খানার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, এর সাথে ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা, পারিপাশির্^ক পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ব্যবহারও এর অর্ন্তভুক্ত। ল্যাট্রিনসহ স্যানিটেশন অর্ন্তভুক্ত। এর সকল বিষয় কিভাবে, কম খরচে পরিস্কার পরিচ্ছন্ন রাখা যায় তা নিয়ে সকলকে চিন্তা করতে হবে।
তিনি সবাইকে খাওয়ার আগে ও ল্যাট্রিন ব্যবহারের পরে সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন।