এ.এম হোবাইব সজীব, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে যাত্রীবাহী চেয়ারকোচ ও মোটর সাইকেল দূর্ঘটনায় আরোহী নিহত ও চালক গুরুত্বর আহত হয়েছে। নিহত যুবকের নাম আবু নোমান (২৫) সে বর্ণিত ইউনিয়নের ফরেষ্ট অফিস পাড়ার মৃত মো: ইদ্রীসের পুত্র এবং গুরুত্বর আহত চালক মো: সাঈদ (২৬) একই এলাকার নুরুল কবিরের পুত্র বলে জানা গেছে। তাকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার সময় খুটাখালী পরিষদের পূর্বপাশে মহাসড়কের তত্তাব্রীজ সংলগ্ন এলাকায় ঘটে এ দূর্ঘটনা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা মো: আবদুর রহমান প্রিয় চট্টগ্রামকে নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, মোটর সাইকেল আরোহীরা ঐ সময় খুটাখালী থেকে ডুলাহাজারার দিকে যাচ্ছিলেন। এসময় কক্সবাজারমুখী দ্রুতগামী চেয়ারকোচের ধাক্কায় তারা মহাসড়ক থেকে ছিটকে পাশ্ববর্তী ট্রাকের নিচে চাপা পড়ে। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরোহী আবু নোমানের মৃত্যু হয়।
মোটর সাইকেল চালক সাঈদের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে। তবে দ্রুত গামী চেয়ারকোচ শনাক্ত করা যায়নি বলে তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাংবাদিকদের জানান।
স্থানীয়রা মহাসড়কের পাশে তত্তা ব্রীজ এলাকায় যত্রতত্র বালির স্তুপ, টমটম ও বেটারী চালিত রিক্সা রাখার কারণে এ দূর্ঘটনা বলে দাবী করেছেন।