এম.এ আজিজ রাসেল:
শহরের আল নিজাম আবাসিক হোটেল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুর ২ টায় শহরের প্রধান সড়কস্থ ভোলা বাবুর পেট্রোল পাম্পের সামনে অবস্থিত ওই হোটেল থেকে মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর থানা পুলিশ।
নিহত মো: আলী হোসেন ওরফে রুবেল (২৬) কুমিল্লার আলীপুর এলাকার মোহাম্মদ আজাদের ছেলে বলে হোটেল কক্ষে ভাড়ার নিবন্ধন খাতায় উল্লেখ রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার এসআই আব্দু রহিম বলেন, বৃহস্পতিবার বিকেলে আলী হোসেন কক্ষ ভাড়া নিয়ে হোটেলে উঠেন। রাতে কক্ষে প্রবেশের পর সকাল পর্যন্ত বাহিরে বের হননি। পরে শুক্রবার বেলা ১২ টায় তাকে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন। কক্ষটি ভিতর থেকে হুক আটকিয়ে রাখা দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পুলিশ। ওসময় ফ্যানের সঙ্গে প্লাষ্টিক জাতীয় দঁড়িতে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
কেন কি কারণে আত্মহত্যার পথ বেচে নিয়েছে সে বিষয়েও বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।