দ্বিতীয় টেস্টে বেন স্টোকসকে আউটের পর স্যালুট দিয়ে তাকে বিদায় জানিয়েছিলেন সাকিব আল হাসান। যদিও ভঙ্গিটা ছিল মারলন স্যামুয়েলসকে অনুকরণ করেই! সেই সাকিবকে অনুকরণ করেই সামাজিক যোগাযোগের মাধ্যমে উঠেছে ‘স্যালুট’ ঝড়। যেখানে নিজেকে সামলে রাখতে পারেননি মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।খবর বাংলা ট্রিবিউনের।
সোমবার মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে স্যালুটরত অবস্থায় ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট।’
সেখানে হ্যাশট্যাগ দিয়ে লেখা ছিল সালাম টাইগারস, গো টাইগারস।
উল্লেখ্য, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে নিজের ৪২.৩ ওভারে আগ্রাসীভাবে ব্যাট করতে থাকা বেন স্টোকসকে বোল্ড করার পরই বেন স্টোকসের দিকে স্যালুট দিয়ে দাঁড়ান সাকিব আল হাসান। এমন উদযাপনের পর সামাজিক যোগাযোগের মাধ্যমেও দেখা গেছে এর প্রভাব। দ্বিতীয় টেস্ট জয়ের পর অনেকেই এই ছবি দিয়ে ফেসবুকের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন। হয়তো ইংলিশদের প্রতি নীরব বার্তাই দিলেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা!