হাফিজুল ইসলাম চৌধুরী :
“সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই” এ প্রতিপাদ্য নিয়ে কর অঞ্চল চট্টগ্রাম-৪ এর উদ্যোগে কক্সবাজারে শুরু হয়েছে চারদিন ব্যাপি আয়কর মেলা।
এ উপলক্ষে আজ বুধবার (২ নভেম্বর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শক্তিশালী ভিত আয়কর। আয়করের আওতাভুক্ত সব মানুষকে আয়কর দিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত হওয়া দরকার।
তিনি আরো বলেন, আমাদের দেশে আর ভাতের ফকির নেই। উন্নয়নেরর দিকে এগিয়ে যাচ্ছি আমরা। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে সব পেশার মানুষের আন্তরিকতা দরকার।
কর কমিশনার ও মেলা উদযাপন কমিটির সভাপতি আহম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য আশেক উল্লাাহ রফিক, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জিয়া উদ্দিন মাহমুদ, জেলা প্রশাসক মো: আলী হোসেন, কর অঞ্চল চট্টগ্রাম-৪ এর অতিরিক্ত কর কমিশনার মুফিজ উল্লাহ, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, কক্সবাজার আদালতের সিনিয়র কর আইনজীবী ছৈয়দুল হক, কক্সবাজারের সহকারী পুলিশ সুপার সৌমিত্র চাকমা প্রমূখ।
শহরের খুরুশকুল সড়ক সংলগ্ন জেলা আয়কর অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত চারদিন ব্যাপি এই মেলায় নতুন ই-টিআইএন প্রদান, আয়কর রিটার্ণ পূরনে সহায়তা, গ্রহণ এবং এসংক্রান্ত বিষয়ে সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।