আমাদের রামু রিপোর্ট:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রাবার বাগান এলাকার আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের পাশে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক কাউয়ারখোপ ইউনিয়নের লামারপাড়া এলাকার আমিন উল্লাহ’র ছেলে কৃষক নুরুল ইসলাম (৪৬) বলে জানা গেছে।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ঘটনাস্থলে যান। তিনি বলেন, নিহত যুবকের মুখে রক্ত রয়েছে। মহাসড়কের মাত্র দু’ফুট দুরত্বে মৃতদেহটি পাওয়া যায়।
কক্সবাজার হাইওয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন বলে তিনি জানান।
রামু থানা অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর আমাদের রামু কে জানান, মহাসড়কের দ্রুতগামী কোন গাড়ির ধাক্কা বা অন্যকোন কারণে ওই যুবকের মৃত্যু হতে পারে।তবে এখন নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
কক্সবাজার হাইওয়ে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।