আমাদের রামু রিপোর্ট:
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নবগঠিত কমিটির নির্বাহী সদস্য ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
রোববার দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিলরদের প্রদত্ত ক্ষমতাবলে এই পদে তাকে মনোনয়ন প্রদান করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিপ্লব বড়ুয়া দলের সদ্য ঘোষিত কমিটির কার্যনির্বাহী সদস্য ছিলেন।