প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ১০ নভেম্বর বৃহষ্পতিবার সকালে ১১টি ইউনিয়নে কর্মরত স্বাস্থ্যকর্মিদের মাসিক কর্মমূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন রামু উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবদুল মন্নান।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম সবুজ, ডি.এস.আই তরুণ বড়ুয়া, বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক বিপ্লব বড়ুয়া, পি এইচডির ফিল্ড কো আর্ডিনেটর নুরুল কবির, ব্রাকের শংকর বাবু প্রমুখ।
সভায় ইপি আই টিকাদান এর সঠিক পদ্ধতি, ভেলিড ডোজ, আইপিচি, নির্ভুল টালি পূরন, কৃমি নিয়ন্ত্রন, যক্ষারোগী সনাক্ত, স্বাস্থ্যশিক্ষা, প্রতিদিন সময়মতো কমিউনিটি ক্লিনিকে সেবাদানে গুরুত্ব আরোপ করা হয়।
সভাশেষে দি লেপ্রসি মিশন বাংলাদেশের উদ্যোগে স্বাস্থ্যকর্মিদের কুষ্ঠ রোগ সম্পর্কে ওরিয়েন্টেশন দেওয়া হয়। এতে জানানো হয় কুষ্ঠ রোগের প্রাথমিক লক্ষণ হল যার শরীরের চামড়ায় দাগ আছে এবং সেই দাগে অনুভূতি নেই।
কুষ্ঠ রোগ সহজেই এমডিটির দ্বারা নিরাময় হয়। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ( হাসপাতালে) বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়।
রিসোর্স পার্সন ছিলেন রামু উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবদুল মন্নান, লেপ্রসি মিশনের পি.এইচ.ও মো.ইলিয়াছ, সি.এইচ.এফ বিশ্বনাথ ধর প্রমুখ।