নিজস্ব প্রতিনিধি:
সৎসঙ্গঁ বাংলাদেশ রামু শাখার কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক সভাপতি এবং রনজিত শীল সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
সম্প্রতি সৎসঙ্গঁ বাংলাদেশ রামু শাখার কার্যালয়ে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, প্রধান উপদেষ্টা বাবু অজিত রুদ্র, উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুনীল শর্মা, মিলন কান্তি দে, শিপন দেবনাথ, বাবু রবিন্দ্র শর্মা, সহ সভাপতি সুকুমার ধর, রামু লেখক সোসাইটির সাধারণ সম্পাদক রনজিত দে, সুভাষ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক শাবলু চৌধুরী, অর্থ সম্পাদক মিটু বিশ্বাস, সহ অর্থ সম্পাদক পলাশ দে, সাংগঠনিক সম্পাদক রুপম কান্তি দে, সহ সাংগঠনিক সম্পাদক আশীষ কুমার সেন ও নির্মল চক্রবর্তী, প্রচার সম্পাদক রাজীব দে, সহ প্রচার সম্পাদক বিজয় ধর ও ভূট্টো শর্মা, সাংস্কৃতিক সম্পাদক পলাশ আচার্য্য, দপ্তর সম্পাদক বলরাম দে, সহ দপ্তর সম্পাদক সাগর ধর ও প্রীতম মল্লিক, সদস্য সুব্রত মল্লিক ছোটন, রাজিব দে ও অমিত কুমার ধর।